Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, অর্ধলাখ টাকা জরিমানা
বালু

ফরিদগঞ্জে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, অর্ধলাখ টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে রাষ্ট্রবিধি বালু মহল আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১৪ আগষ্ট রবিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দিঘিতে অবৈধ ড্রেজার মেশিন থেকে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।

আরও পড়ুন… ফরিদগঞ্জে ড্রেজারে খুঁড়ে খাচ্ছে সরকারি রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়

এ সময় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজারের মালিক মাছুম বিল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হকসহ পুলিশ ফোর্স ও আনসার বিডিপির সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকায় দিঘিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার জরিমানা ও মুছলেকা নিয়ে ড্রেজারের মালিককে চেড়ে দেওয়া হয়েছে এবং ড্রেজার মেশিনটি জব্দ করা হয় করা হয়।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ আগস্ট ২০২২