Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে তিন গ্রুপের পৃথক কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
three-group

ফরিদগঞ্জে তিন গ্রুপের পৃথক কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির তিনটি গ্রুপের পৃথক কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও র‌্যালি। তবে পুলিশের বাধায় বাণার্ঢ্য কোন র‌্যালি বের করতে পারেনি নেতাকর্মীরা। শনিবার (১ সেপ্টম্বর) অনুষ্ঠিত তিনটি গ্রুপের পৃথক কর্মসূচির মধ্যে একটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে, একটি পৌরসভার কেরোয়া গ্রামে এবং অপরটি ১৫নং ইউনিয়নের রুপসা বাজারে অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলার ১৫নং ইউনিয়নের ইউনিনের রুপসা বাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ব্যাংকিং রাজস্ব বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি লায়ন হারন-অর রশিদ।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেদী হাছান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি যুবদল নেতা ফারুক খাঁন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে রুপসা বাজারে র‌্যালি বের করতে চাইলে পুলিশের বাধার মুখে তা বের হতে পারেনি।

অপরদিকে বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ফরিদগঞ্জ-এর উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নানের নির্দেশে আলোচনা সভার আয়োজন করা হয়। খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ফরিগঞ্জ-এর সভাপতি ও সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন (ভিপি)’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ব্যাংকার আরিফ পাটওয়ারীর পরিচলানায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. আজাদ, আবু জাফর খসরু মোল্লা,

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম নজু, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ৫নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, ৮নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিপন, ইউপি সদস্য আলী হারিছ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল মিজি, জেলা যুবদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির হোসেন খাঁন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে র‌্যালি বের হয়।

এছাড়া বিকেলে পৌরসভার কেরোয়া মজিদিয়া ট্রাস্ট সংলগ্ন মাঠে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান দুলাল। পৌর বিএনপির সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমানত গাজীর পরিচলানায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম পাটোয়ারী,

মাহবুবুর রহমান মফু, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারী, শাহ আলম মুকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়া, প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন মুন্সী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ

Leave a Reply