Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে হাতপাখার পথসভা ও গণসংযোগ

মতলবে হাতপাখার পথসভা ও গণসংযোগ

চাঁদপুর মতলব দক্ষিণে পৌর ৮ নং ও ৯ নং ওয়ার্ডে হাতপাখার পক্ষে শুক্রবার (২১ডিসেম্বর) বিকেলে গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-২ (মতলব উওর-দক্ষিণ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী পীরজাদা মাওলানা আফসার উদ্দিনের নেতৃত্বে মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডের মধ্য দিঘলদী গ্রামে সংগঠনের কার্যালয়ের সামনে পথসভা করে মাষ্টারবাজার, জাপরিয়া, সর্বশেষ ৯ নং ওয়ার্ড মুন্সীরহাট বাজারে গণসংযোগ করেন। মুন্সীরহাট বাজারে গণসংযোগ শেষে মাদ্রাসারোডে পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের হাতপাখার প্রার্থী পীরজাদা মাওলানা আফসার উদ্দিন বলেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে মতলবের উন্নয়ন করার লক্ষে হাতপাখা মার্কায় ভোট দিন। ইসলাম ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষের অধিকার বাস্তবায়ন হবে, দেশে কোন বৈষম্য থাকবে না।সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দিতে হবে। কল্যাণ ও দুর্ণীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সহ-সভাপতি মোঃ মহসিন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার আল নোমান, মতলব দঃ উপজেলার সেক্রেটারি সাইদুল ইসলাম সাঈদ, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুহাঃ সফিকুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আফজল হোসেন এছাড়াও মোঃ স্বপন হোসেন, রবিউল ইসলাম, সিরাজ হাওলাদার, ৮ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন প্রধান, সেক্রেটারি মোঃ দেলওয়ার হোসেন প্রধান, জয়েন্ট সেক্রেটারি মোঃ আল-আমিন গাজী, প্রচার ম্পাদক মোঃ মাসুদ গাজী, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লা আলম, সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান, রফিক গাজী, সহ ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় গণসংযোগে জনতার ব্যাপক উপস্থিতি দেখা যায়।

স্টাফ করেসপন্ডেট
২২ ডিসেম্বর,২০১৮

Leave a Reply