Home / আরো / খেলাধুলা / জন্মদিনে ৩৬ ফানুস ওড়ালেন মাশরাফি ভক্তরা

জন্মদিনে ৩৬ ফানুস ওড়ালেন মাশরাফি ভক্তরা

নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৬তম জন্মদিনে ৩৬টি ফানুস উড়িয়ে দিনটি উদযাপন করেছেন নড়াইলের মাশরাফি ভক্তরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাশরাফির চিরচেনা খেলার মাঠ নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে এক এক করে ৩৬টি ফানুস উড়িয়ে জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মাশরাফির ছোটবেলার বন্ধুরা ও নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক নিলয় রায় বাধন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ মাশরাফি ভক্তরা।

জন্মদিন উপলক্ষে ফানুস ওড়ানো দেখতে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে ভিড় করেন শত শত মাশরাফি ভক্ত। ফানুস ওড়ানোর সময় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এ তারকা। ছোটবেলা থেকেই ছিলেন দুরন্ত। সারাক্ষণ মেতে থাকতেন বন্ধুদের নিয়ে। স্কুল ফাঁকি দিয়ে চলে যেতেন ক্রিকেট খেলতে। বাকি সময়টা চলতো ব্যাডমিন্টন আর চিত্রা নদীতে সাঁতার কেটে।

এভাবেই একদিন সুযোগ পেয়ে গেলেন অনূর্ধ্ব-১৭ দলে। সেখান থেকেই তিনি চোখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের। তার হাতে পড়েই ক্যারিয়ার বদলে যায় মাশরাফির।

খেলাধুলা ডেস্ক

শেয়ার করুন

Leave a Reply