Home / উপজেলা সংবাদ / হাইমচর / নীলকমল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলন
নীলকমল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলন

নীলকমল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলন

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি, জেএসসি, কৃতি শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলন শনিবার (৯ জুলাই) দুপুর ২টায় প্রতিষ্ঠানটির হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সভাপতি মো. নাসির আহমেদের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ফখর উদ্দিন আলি আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার ছেলে আমান উল্লাহ মাঝি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার, নীলকমল ওচমানীয়া উচ্চ বিদ্যালয়ের  প্রাক্তন প্রধান শিক্ষক  আবু জাফর মো. বাশারতুল্লা, আ. মতিন খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আ. হামিদ মাস্টার, সাবেক শিক্ষক আবু তাহের মুন্সি, বর্তমান প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, আলগী দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়াদ হোসেন আখন, সাবেক বিএনপির আহ্বায়ক মুনচুর আহমেদ বিশ্বাস, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন,  সাবেক শিক্ষক বাবু খরেন্দ্র চন্দ্র সরকার, মো. বিল্লাল হোসেন, প্রাক্তন ছাত্র আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা শেষে এসএসসি ২০১৬, জেএসসি ২০১৫ সালের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক- বি এম ইসমাইল, স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর

: আপডেট, বাংলাদেশ সময়  ৯:২০ পিএম,  ৯ জুলাই  ২০১৬, শনিবার

ডিএইচ

Leave a Reply