Home / আন্তর্জাতিক / নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলিতে নিহত ৫, আহত ৪০
নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলিতে নিহত ৫, আহত ৪০

নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলিতে নিহত ৫, আহত ৪০

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে মাগরিবের নামাজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ৫জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে বলে এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

রোববার (২৯ জানুয়ারি) কানাডার স্থানীয় সময় রাত ৮টায় কুইবেক সিটি মসজিদের ভেতর এ হামলা চালায় বন্দুকধারীরা।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে থাকা অন্তত ৪০ জন মানুষের ওপর প্রায় তিনজন বন্দুকধারী নির্বিচারে গুলি ছোড়ে। গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। তবে তারা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে কেন এমন হামলা হলো? এটা বর্বরতা।’ গুলিতে কত লোক আহত হয়েছেন, তা জানা যায়নি। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়েছে।

হতাহতরা এশার নামাজ পড়তে কুইবেক সিটি মসজিদে এসেছিলেন বলে জানিয়েছেন কুইবেক সিটি পুলিশের কনস্টেবল এটিনে ডয়ন।

কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের পরিচালক পাঁচজনের নিহত হওয়ার খবর জানালেও কুইবেক পুলিশ তা এখনও নিশ্চিত করেনি।

কুইবেক প্রভিন্সের প্রধান ফিলিপ্পে কুলিয়ার্ড হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০এ,এম ৩০ জানুয়ারী ২০১৭,সোমবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply