সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার (দল বা সংগঠন) এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর জারি করেছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রণীত এ অধ্যাদেশ গতরাতে গেজেট আকারে প্রকাশিত হয়।
এর আগে গতকালই উপদেষ্টা পরিষদে এ অধ্যাদেশটি খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশ জারির ফলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের আইনি বাধা কাটলো। সরকার এখন যেকোনো মুহূর্তে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারবে। জানা গেছে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
এই অধ্যাদেশ অনুযায়ী সরকার, কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সাথে জড়িত রয়েছে মর্মে যুক্তিসংগত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এর আগে আইনে সন্ত্রাসী কাজ জড়িত ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করার বিধান ছিল। এ অধ্যাদেশের ফলে নতুন করে কার্যক্রম নিষিদ্ধকরণের বিধান যুক্ত হলো।
অধ্যাদেশে আরো বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকার সময়কালে কোন সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যে কোন ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন করতে বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ থাকবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১১ মে ২০২৫