তারুন্যর উৎসব ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নক আউট পর্বে অংশগ্রহণ করবে চাঁদপুর বালক ও বালিকা দল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকাল ১০ টায় চাঁদপুর বালক দল বনাম রাঙ্গামাটি বালক দল অংশগ্রহণ করবে। একই দিন চাঁদপুর বালিকা দল মুখোমুখি হবে রাঙ্গামাটি বালিকা দলের সাথে।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি )চাঁদপুরের বালক – বালিকা দল বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণের পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রিড়া পরিষদ অনুমোদিত চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে সাক্ষাৎ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য (ক্রীড়া সাংবাদিক) মোঃ সালাহউদ্দিন খান, সদস্য (কোচ ) শামীম আহমেদ ফারুকী, বালক দলের ফুটবল কোচ জাহাঙ্গীর পাটোয়ারি, বালিকা দলের কোচ জাহাঙ্গীর গাজী।
জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন এ সময় খেলায় অংশগ্রহণকারী চাঁদপুরের বালক বালিকা দলের খেলোয়াড়দের সার্বিক খোঁজ খবর নেন। খেলোয়াড়দের কি তাদের স্বভাবসুলভ খেলা উপহার দেয়ার জন্য বলেন। পাশাপাশি তাদের ফিটনেসের ব্যাপারে বেশি মনোযোগী হওয়ার জন্য বলেন।
বালিকা দলের সাথে তাদের অভিভাবক কে কে যাচ্ছেন এ ব্যাপারে টিম ম্যানেজার এডহক কমিটির সদস্য এবং জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলামকে বলেন, ‘মেয়েদের নিরাপত্তা যেন কোন কমতি না হয়। মেয়েদের অভিভাবকরা সাথে যাচ্ছে তো।
টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার সকল জেলা ও মহানগরসহ ২৪টি বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে।’
স্টাফ রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি ২০২৫