Home / সারাদেশ / ঢাবি প্রতি আসনে ৩৮ জন : আবেদন ২ লাখ ৭২ হাজার
dabi

ঢাবি প্রতি আসনে ৩৮ জন : আবেদন ২ লাখ ৭২ হাজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২ লাখ ৭২ হাজার ৫শ’ ১২ জন শিক্ষার্থী অনলাইনে মাধ্যমে ভর্তির আবেদন করেছেন।

৫ টি ইউনিটে ৭ হাজার ১ শ’২৮টি আসনের বিপরীতে এ আবেদন পড়েছে। প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাবিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া মঙ্গলবার (২৮ আগস্ট) শেষ হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, বিশ্ববিদ্যালয়টির ‘ক’ ইউনিটের ১ হাজার ৭ শ’৫০ আসনের বিপরীতে ৮২ হাজার ৯ শ’৭০ জন, ‘খ’ ইউনিটের ২ হাজার ৩ শ’৭৮ আসনের বিপরীতে ৩৬ হাজার ২ শ’৫০ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ২শ’৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৫ শ’৩৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬ শ’১৫ আসনের বিপরীতে ১ লাখ ৬ শ’১৪ জন এবং ‘চ’ ইউনিটে ১ শ’ ৩৫ আসনের বিপরীতে লড়বেন ২৫ হাজার ১ শ’৪৪ জন শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

প্রাপ্ত পরিসংখ্যান মতে ,‘ ক ’ ইউনিটে প্রতি আসনে ৪৭ জন, ‘খ’ ইউনিটে প্রতি আসনে ১৫ জন, ‘গ ’ইউনিটে প্রতি আসনে ২২ জন, ‘ঘ’ ইউনিটে প্রতি আসনে ৬২ জন ও ‘চ ’ ইউনিটে প্রতি আসনে ১৮৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামি ১৪ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট, ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট, ২৮ সেপ্টেম্বর ‘ক’ ইউনিট, ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর চিত্রাঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৫৫ পিএম, ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার
এজি

Leave a Reply