Home / খেলাধুলা / টিম প্রোফাইল: জার্মানি
টিম প্রোফাইল: জার্মানি

টিম প্রোফাইল: জার্মানি

দুয়ারে ফিফা বিশ্বকাপ ২০১৮। শেষ প্রস্তুতিতে ৩২টি দেশ। চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে নিবিড় অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবাই।
এক ঝলকে দেখে নেওয়া যাক জার্মানি টিমের প্রোফাইল চোখ বুলিয়ে নেওয়া যাক স্কোয়াড, সূচি ও জার্মানির ঝকঝক ইতিহাস। রোববার (২৪ জুন) জার্মানি বনাম সুইডেন সোচি এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। জার্মান ২ এবং সুইডেন ১ গোলে পরাজিত হয়।জার্মানির পক্ষে গোল করেন টনি ক্রুজর এবং মার্কো রিয়াস। প্রতিপক্ষ দল সুইডেনেরে অলা তইভনেন গোল করেন। জার্মান দলের রজেরম বোটেংকে রেফরি লাল কার্ড দেখিয়ে মাঠ ত্যাগ করেতে বাধ্য করেন।

জার্মানি (গ্রুপ-এফ)
ফিফা ব়্যাংকিং: ১ (৭ জুন, ২০১৮ প্রকাশিত তালিকা অনুযায়ী)
বিশ্বকাপ খেলছে: ১৯ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩৪ (তৃতীয় স্থান)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (চ্যাম্পিয়ন)
সেমিফাইনালে উঠেছে: ১৩ বার
ফাইনালে উঠেছে: ৮ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ৪ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪)
পরিসংখ্যান: ম্যাচ-১০৬, জয়-৬৬, ড্র-২০, হার-২০, গোল করেছে-২২৪, গোল হজম করেছে-১২১

কোচ: জোয়াকিম লো

তারকা ফুটবলার: টনি ক্রুজর

জার্মান স্কোয়াড:

গোলকিপার: ম্যানুয়েল ন্যুয়ার, কেভিন ট্র্যাপ, মার্ক-আন্দ্রে তের স্তেজেন।

ডিফেন্ডার: মার্ভিন প্লাতেনহার্দৎ, জোনাস হেক্টর, ম্যাথিয়াস জিন্টার, ম্যাটস হুমেলস, নিকলাস সুয়েলে, অ্যান্তনিও রুয়েডিগার, জেরম বোটেং, জোসুয়া কিমিখ।

মিডফিল্ডার: স্যামি খেদিরা, জুলিয়ান ড্র্যাক্সলার, টনি ক্রুজ, মেসুত ওজিল, থমাস মুলার, লিয়ঁ গোরেৎজকা, সেবাস্তিয়ান রুডি, জুলিয়ান ব্র্যান্ড, ইলকাই গুন্দোয়ান।

ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার, মার্কো রিয়াস, মারিও গোমেজ।

গ্রুপে প্রতিপক্ষ: মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

সূচি:

১৭ জুন: মেক্সিকো (মস্কো, রাত ৯টা)
২৩ জুন: সুইডেন সোচি, রাত ১২টা)
২৭ জুন: দক্ষিণ কোরিয়া (কাজান, রাত ৮টা)

নিউজ ডেস্ক
আপডেট ১০:৫০ এ.এম ২৮ জুন ২০১৮ রোববার
কে এইচ

Leave a Reply