Home / চাঁদপুর / ছাত্রদলনেতা আরজু ঢালীর শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ ও দোয়া

ছাত্রদলনেতা আরজু ঢালীর শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা ছাত্রদল নেতা আরজু ঢালীর ৩য় শাহাদাৎ বার্ষিকীতে শুক্রবার (২৮ অক্টোবর) পুরাণবাজার বড় মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের আয়োজনে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদ মাস্টার।

এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, তরুণদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসাইন কাসেমী।

প্রসঙ্গত, গণতন্ত্র পুনরূদ্ধার ও মানুষের ভোটের আদায়ের দাবিতে ২০১৩ সালের এ দিনে চাঁদপুর জেলা ছাত্রদল নেতা আরজু ঢালী পুলিশের গুলিতে নিহত হন।

ওই সময় প্রতিবাদে দু’দিনের হরতাল আহবান করা হয়েছিলো।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম, ২৭ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply