Home / বিশেষ সংবাদ / ছাগল হলেও দেখতে মানুষের মতো

ছাগল হলেও দেখতে মানুষের মতো

মানুষের মতো দেখতে একটি ছাগলের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অদ্ভূত ধরনের এই ছাগলটির মুখাবয়ব প্রায় মানুষের মতো। ফেসবুকে শেয়ার হওয়া এই ভিডিওতে অগণিত লাইক, কমেন্ট ও শেয়ারের ছড়াছড়ি।

ভিডিওটিতে দেখা যায়, প্রায় ছাগলের মতো দেখতে একটি প্রাণিকে ধরে রেখেছেন এক ব্যক্তি। যার মুখ অন্য সাধারণ ছাগল ছানার মতো নয়। আর এটাই সবাইকে আকৃষ্ট করছে। এক বয়স্ক মানুষের মুখের মতো ছাগলটির টাক মাথা, লম্বা নাক, চওড়া চোয়াল। এমনকি মাঝে মধ্যে জিভ বের করে ঠোঁট চাটছে। মানুষের মতো দেখতে ছাগলটি নিয়ে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে সবার মাঝে।

সমীরা আয়সা নামের এক তরুণী ভিডিওটি ফেবসুকে পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়ে যায়। শেয়ার, লাইক আর কমেন্টসে ফেসবুকের টাইমলাইন ভড়ে গেছে। ইতিমধ্যেই ওই ফেসবুক পোস্টে ২৫ হাজার লাইক পড়েছে। শেয়ার হয়েছে ৫.৫ লক্ষের বেশি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন…

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
এইউ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Motlob Dokkhin

পানিতে পড়ে ইউপি প্যানেল চেয়ারম্যানের শিশুপুত্রের মৃত্যু

চাঁদপুরের ...