Home / চাঁদপুর / `চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে চটপটি বিক্রি করা যাবে না’
Hasan-Ali-skul

`চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে চটপটি বিক্রি করা যাবে না’

অব‌শে‌ষে চাঁদপুর শহ‌রের হাসান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চটপটির দোকান সরা‌নোর নি‌র্দেশ দি‌য়ে‌ছেন জেলা প্রশানক মো. মা‌জেদুর রহমান খান।

বৃহস্প‌তিবার (৩এ‌প্রিল) ডি‌সি চাঁদপুর ফেইসবু‌ক পেজে সাধারণ মানুষ বিষয়‌টি জেলা প্রশাস‌কের নজ‌রে আনার অনু‌রোধ ক‌রেন। এর ক‌য়েক ঘন্টার ম‌ধ্যেই জেলা প্রশাস‌কের নির্দেশে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা ও সকহা‌রি ক‌মিশনার (ভূমি) অভিষেক দাশ এবং মডেল থানা পুলিশের সহায়তায় সেখা‌নে অ‌ভিযান চালানো হয়।

রাত্র ৮ টার দিকে বিদ্যালয়ের মাঠে উপ‌স্থিত হ‌য়ে সেখা‌নে যা‌তে বিক্রেতাগণ চটপটি বিক্রি না করে সেজন্য কঠোরভাবে হুশিয়ার করে দেন চটপটি বিক্রেতাদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে, হাসান আলী স্কুলের মাঠে যেনো চটপটি বিক্রি না করা হয়। যদি কোনো চটপটি দোকানদার নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে।

প্রতিবেদক : আ‌শিক বিন র‌হিম

Leave a Reply