Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ইংরেজি বিভাগ (পর্ব ৬)
Chandpur Govt college...
চাঁদপুর সরকারি কলেজ মাঠ

চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ইংরেজি বিভাগ (পর্ব ৬)

চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স কোর্সের মধ্যে ইংরেজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিভাগের শিক্ষকদের দাবি ছাত্র-ছাত্রীদের আগ্রহ থাকা সত্ত্বেও শিক্ষক ও শ্রেণি সংকট থাকায় তাদের ক্লাস নিতে সমস্যা হচ্ছে।

চাঁদপুর সরকারি কলেজের অনার্স কোর্সের প্রতিটি বিভাগ নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের মধ্যে আজ ৬ষ্ঠ পর্বে থাকছে ইংরেজি বিভাগের সমস্যা ও সম্ভাবনা।

এ বিভাগে ছাত্র-ছাত্রীদের জন্য মোট আসন ১৫০ জনের। ২০১৪-১৫ ও ১৬ সালে শিক্ষার্থী ভর্তির সংখ্যা ১৫০ জন এবং মাস্টার্স মোট ভর্তির সংখ্যা ১শ’জন।

অন্যান্য বিভাগ থেকে এ বিভাগে আসন সংখ্যা পুরোপুরি ভাবে আসন পূরণ হলেও শিক্ষক আর ক্লাসরুম সংকটে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসছে। ইংরেজী বিভাগের পাশের হার ৯৮%। শ্রেণীকক্ষ জটিলতার কারনে আসন সংখ্যা বড়ানো হচ্ছে না বলে জানান বিভাগীয় প্রধান।

বিভাগীয় প্রধান মো. আলি আজগর ফকির চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুর সরকারি কলেজে ইংরেজী বিভাগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ বিভাগ থেকে শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল অর্জন করে। এ বিভাগের উপস্থিতি মোটামুটি ভালো। তাছাড়া বর্মমান সময়ে ইংরেজী বিভাগে আরো ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে। ভালো ফলাফল অর্জন করতে হলে ক্লাসে উপস্থিতি থাকার বিকল্প নেই। আমরা ছাত্র-ছাত্রীদের সে ভাবেই গড়ে তুলছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের শিক্ষক ও ক্লাস অবকাঠামোগত কিছু সমস্যার রয়েছে। এর মধ্য দিয়েই ছাত্র-ছাত্রীদের পাঠদান চলছে। মাঝে মধ্যে পরীক্ষা হলে ক্লাস নিতে সমস্যা হয়। ইংরেজি বিভাগে ছাত্র-ছাত্রীদের পড়তে আগ্রহ অনেক বেশি। বিভাগে আরো শিক্ষক প্রয়োজন রয়েছে। আশাকরি খুব দ্রুত এসব সংকট দুর হয়ে যাবে।’

‘এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পাশ করে তারা ভালো কর্মক্ষেত্রে যোগদান করছে এবং মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীরা একনেই ভালো চাকরি করছে। এই বিভাগে কোনো প্রকার রাজনৈতিক সমস্যা নেই। আমরা ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিনিয়ত সঠিক পাঠদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমস্যা আর সংকটকে মুছে ফেলে ভালো পাঠদান দিতে পারবো।’

এ বিষয়ে চাঁদপুর সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘ইংরেজী বিষয়টি একটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজী বিষয়টি বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভাগেও শিক্ষক ও শ্রেণীকক্ষ সল্পতা রয়েছে। আমরা শিক্ষক ও শ্রেণিকক্ষ সমস্যা দূর করার জন্য সরকারের কাছে আবেদন করেছি। সরকার এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেন, ‘ইংরেজী বিভাগ সব সময়ই ভালো ফলাফল করছে। ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। এ ধারাবাহিকতা বজায় রেখে আশা করি সামনেও আরো ভালো করবে।’

চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ইংরেজি বিভাগ-পর্ব ৬

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

আগের পর্বগুলো দেখুন..

চাঁদপুর সরকারি কলেজ (১ম পর্ব) : দর্শন বিভাগ

চাঁদপুর সরকারি কলেজ (২য় পর্ব) : সমাজকর্ম বিভাগ

চাঁদপুর সরকারি কলেজ (পর্ব-৩) : প্রাণীবিদ্যা বিভাগ

চাঁদপুর সরকারি কলেজ (পর্ব-৪) : ভূগোল বিভাগ

চাঁদপুর সরকারি কলেজ (পর্ব-৫) : ইতিহাস বিভাগ

Leave a Reply