Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুরে পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টা থেকে বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও অংগসংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে।

এসময় পুলিশ পথে পথে বাধা প্রদান করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.সেলিম উল্যা সেলিম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, এড.হারুনুর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এড.শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যা খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি হাবীব ভূইয়া, সদর উপওেজলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সাধারন সম্পাদক আক্তার হোসেন সাগর, শহর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহানুর বেপারী শানু, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম আহবায়ক মাসুদ মাঝি, জেলা জিয়া মঞ্চের সভাপতি শোহেব আহমেদ কলিম প্রমুখ।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ১০ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

নির্বাচনী প্রচারে নামবেন জয়

সরকারের ...