Home / চাঁদপুর / চাঁদপুরে সাহিত্যমঞ্চ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

চাঁদপুরে সাহিত্যমঞ্চ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

৩০ নভেম্বর চাঁদপুরে সাহিত্যমঞ্চ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ‘সাহিত্যমঞ্চ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ডাকাতিয়া নদীতে নৌ-ভ্রমণ ও লেখক আড্ডায় চাঁদপুরে তরুণ লেখকদের অংশগ্রহণে এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়।

এসময় উপস্থিত সকল লেখকের মতামত ও সম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক দেশ পান্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত কবি ও গল্পকার রফিকুজ্জামান রণি, সদস্য সচিব কবি ও তরী সম্পাদক আশিক বিন রহিম।

আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যরা হলেন পাক্ষিক চাঁদনগর এর সম্পাদক সাবিত্রী রাণী ঘোষ,কবি ও আঙন এর সম্পাদক ম.নূরে আলম পাটওয়ারী, কবি ও বর্ণিল সম্পাদক শাহমুব জুয়েল, গীতিকবি ও মনের জানালার সম্পাদক কবির হোসেন মিজি, কবি কাজী সাইফ, আজিজুর রহমান লিপন, আসাদুল্লাহ কাহফ, পাটওয়ারী লিটন, এইচএম আঁচল, ফেরারি প্রিন্স, নুরন্নাহার মুন্নি, রেজাউল আহসান, মারিয়া ফারজানা।

উক্ত আহ্বায়ক কমিটি আগামি ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর , ২০১৮ শুক্রবার

Leave a Reply