সারাদেশেরর ন্যায় চাঁদপুরে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। বুধবার (১ মার্চ) বুধবার ভোর থেকে চাঁদপুর বাসস্ট্রেন্ড এলাকায় ভারি যানবাহনগুলো বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেয়।
জেলা পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা জানিয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা জানায় জামির হোসেনের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চাঁদপুর জেলা শাখা এ কর্মসূচি চালিয়ে যাবে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৫: ৩০ পিএম, ০১ মার্চ ২০১৭, বুধার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur