Home / আরো / ইসলাম / চাঁদপুরসহ সারাদেশের সাহরি ও ইফতারের সময়সূচি ২০১৮

চাঁদপুরসহ সারাদেশের সাহরি ও ইফতারের সময়সূচি ২০১৮

১৪৩৯ হিজরি সনের (২০১৮) শাবান মাস ২৯ দিনে শেষ হয় তবে আগামী ১৭ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আর যদি শাবান মাস পূর্ণ ৩০ দিনে সম্পন্ন হয় তবে ১৮ মে থেকে শুরু হবে এবারের রমজান মাস।

ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ২০১৮ সালের রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছেন।

ঢাকার সমসের সাথে একই হবে (সাহরি ও ইফতার):
সাহরিঃ নারায়ণগঞ্জ,চাঁদপুর নোয়াখালী,মুন্সিগঞ্জ,পঞ্চগড়,নীলফামারী।
ইফতারঃ গাজীপুর,পিরোজপুর,মাদারীপুর,কিশোরগঞ্জ

ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. মোজাহারুল মান্নান, উপ-পরিচালক মো হারেস সিনহা, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ মুজিবুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান ও মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদেকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদেকের ৩ মিনিট পর রাখা হয়েছে।

অতএব সাহরির গ্রহণের জন্য সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। আবার সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply