Home / জাতীয় / রাজনীতি / কুমিল্লার দু’মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত
khaleda-zia
ফাইল ছবি : চাঁদপুর টাইমস

কুমিল্লার দু’মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দু’মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে আগামী বৃহস্পতিবার (৩১ মে) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

এর আগে সোমবার কুমিল্লায় নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে নড়াইলের মানহানির মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত। জামিন আদেশের পরই রাষ্ট্রপক্ষ আদেশের বিরোধিতা করে আবেদন করেন।

এ আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

গত ২০ মে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২১ মে দুটি আবেদন শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসে। এ দুই আবেদন শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির সময় চান। আদালত দুই আবেদনের শুনানির জন্য ২২ মে আড়াইটায় সময় নির্ধারণ করেন। কিন্তু ওই দিন এক মামলায় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শুনানি অসমাপ্ত থাকার পর তা ২৩ মে পর্যন্ত মুলতবি করা হয়।

পরে শুনানি আবারো ২৪ মে পর্যন্ত মুলতবি করেন আদালত। এরপর রবিবার তিনটি মামলায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোমবার আদেশের দিন ধার্য করেন।

(নিউজ ডেস্ক)

Leave a Reply