Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
accident-2
প্রতীকী ছবি

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চাঁদপুরের কচুয়া-কালিয়াপাড়া সড়কে পাড়াগাঁও ফকির বাড়ী সংলগ্নে সড়কে মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মর্মান্তিক দুর্ঘটনায় হাসান (১০)নামের স্কুলছাত্র নিহত হয়।

নিহত স্কুলছাত্র হাসান স্থানীয় রহিমানগর রেসিডেন্সিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ও উপজেলার আইনগিরী গ্রামের মীর বাড়ীর মাহাবুব আলম স্বপনের একমাত্র পুত্র।

হাসান সাইকেল যোগে রহিমানগর বাজারে যাচ্ছিল। উক্ত সড়কের ফকির বাড়ী সংলগ্নে এলাকায় আসলে দ্রুত ঢাকাগামী সুরমা বাস (ঢাকা মেট্রো- ব- ১৪-২৭৫৭) হাসানের সাইকেলকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে বিকাল ৪ টার দিকে সে মারা যায় বলে পরিবারের সদস্যরা জানায়।

এদিকে এ ঘটনায় স্থায়ীয় উত্তেজিত লোকজন ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে।

অবরোধ সৃষ্টির আধা ঘন্টা পর কচুয়া থানা পুলিশের ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয়।

পুলিশ বাসটিসহ চালক হাবীবকে আটক করেছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, স্টাফ করেসপন্ডেন্ট (কচুয়া)

Leave a Reply