Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ
প্রতীকী

কচুয়ায় সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় ১৪, ১৫ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান স্ব স্ব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

কচুয়া উপজেলাধীন ১৪নং ওয়ার্ডে প্রতীক প্রাপ্ত সদস্যরা হচ্ছেন, মোঃ শাহজাহান (তালা), মোঃ জোবায়ের হোসেন (বৈদ্যুতিক পাখা), হারুনুর রশিদ পাটোয়ারী (অটোরিক্সা), তিমির সেন গুপ্ত (টিউবওয়েল) ও চৌধুরী নূরে আলম (হাতি)।

১৫নং ওয়ার্ডে মোঃ শহিদ উল্যাহ (অটোরিক্সা), মোঃ আমির হোসেন (টিউবওয়েল), সালাহ উদ্দিন ভূইয়া (তালা), আহসান হাবিব প্রাঞ্জল (উটপাখি), তৌহিদুল ইসলাম খোকা (হাতি) ও দুলাল প্রধান (বৈদ্যুতিক পাখা)।

এছাড়া সংরক্ষিত ৫নং ওয়ার্ডে রওনক আরা রতœা (টেলিফোন), শামীমা নাসরিন ঝর্না (হরিণ) ও আয়েশা রেদোয়ান শিমু (ফুটবল)।

এদিকে প্রতীক পাওয়ার পর পর প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় ও গণসংযোগে নেমে পরেছেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু ।। আপডটে, বাংলাদশে সময় ৪ : ০০ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ

Leave a Reply

ইন্টারনেট কানেকশন নেই