Home / উপজেলা সংবাদ / কচুয়ায় প্রভাব খাটিয়ে মাদ্রাসার তিনটি গাছ কর্তন

কচুয়ায় প্রভাব খাটিয়ে মাদ্রাসার তিনটি গাছ কর্তন

কচুয়া উপজেলার শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার ৩টি মেহগনী গাছ কেটে নিয়ে গেছে একটি প্রভাবশালী মহল। শুক্রবার প্রকাশ্যে শ্রীরামপুর গ্রামের মৃত ওয়াহিদুর রহমান প্রধানের ৩ পুত্র ফখরুদ্দিন পিটু (২৮), নান্নু (২৫) ও নাজিমুদ্দিন লিটু (৩০) মাদ্রাসা কতৃপক্ষের কোন অনুমতি ছাড়াই আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ পাশের এ ৩টি গাছ প্রভাব খাটিয়ে কেটে নেয় বলে জানিয়েছে এলাকাবাসী।

মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নূরুল আলম মজুমদার গাছ কেটে নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা গভর্নিং বডির সভাপতিকে জানিয়েছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা প্রশাসনকে গাছ কাটার বিষটি অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

মাদ্রাসা পরিচালনা গভর্নিং বডির সভাপতি এমএ রশিদ প্রধান জানান, আমি গাছ কাটার বিষয়টি শুনেছি। তবে আমি ঢাকায় অসুস্থ থাকায় আসতে পারিনি। কয়েকদিন পরে এসে বিষয়টি নিয়ে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 

কচুয়া করেসপন্ডেন্ট||আপডেট: ০৫:৪৯  অপরাহ্ন, ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply