Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কচুয়ায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় ডোবা থেকে আজগর আলী (৭৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) বিকেলে কচুয়া করইশ গ্রামের মিয়াজী বাড়ি সংলগ্ন রাস্তার পাশে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাছির উদ্দিন সংঙ্গীয় ফোর্স নিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুটিয়া গ্রামের অধিবাসী আজগর আলীর পুত্র রাছেল চাঁদপুর টাইমসকে জানান, ‘শনিবার আমার বাবা কোয়া গ্রামে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তিনি আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসে। একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার বাবার লাশ দেখতে পাই। তবে আমার বাবার মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোন ধরনের অভাব অভিযোগ নেই বলেও সে জানান।’

কচুয়া থানার ওসি মো. ইব্্রাহীম খলীল জানায়, ‘আজগর আলীর লাশের সাথে ৮টি কলা পাওয়া যায়। এছাড়া তার পায়ে ছিল জুতা এবং শার্টের পকেটে ছিল ২০টাকা।’

এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply