Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

কচুয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সচিব মোঃ গোলাম হোসেনের উদ্যোগে শুক্রবার (৪ আগস্ট) বিকেলে কচুয়ার হাসিমপুর মিয়া বাড়িতে ফুটবল প্রেমী খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

যুবকদের বিপদগামীতার হাত থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে গড়ে তুলতে উপজেলার প্রতিটি ওয়ার্ডে যুবকদের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১শ ৫০টি ফুটবল বিতরণ করেন।

তিনি বলেন, যুবকরাই জাতির প্রাণ। পড়ালেখার পাশাপাশি খেলা ধুলার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শাহাদাত মিয়া, পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর আহমেদ সুজন, গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল পাশা কাজল, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১: ৩০ পিএম, ৪ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

Uzani Madrasah..

ঐতিহ্যবাহী উজানী দরবারে মাহফিলের প্রস্তুতি সভা

চাঁদপুরের ...