Home / জাতীয় / এইচএসসি ফলাফল প্রকাশ : পাশের হার ৭৪.৭০ এ প্লাস ৫৮ হাজার
এইচএসসির ফলাফল
প্রতীকী ছবি

এইচএসসি ফলাফল প্রকাশ : পাশের হার ৭৪.৭০ এ প্লাস ৫৮ হাজার

এইচএসসি পরীক্ষা ২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে শতকরাপাশের হার ৭৪.৭০ জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২শত ৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন।

সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ পয়েন্ট। এছাড়া পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এসময় তার সঙ্গে ছিলেন।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন।

গত ৩ এপ্রিল শুরু হয়ে ১২ জুন পর্যন্ত এবার এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
বোর্ডভিত্তিক ফলাফলঃ

কুমিল্লাবোর্ডের শতকরাপাশের হার ৬৪.৪৯, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন।
বরিশালবোর্ডের শতকরাপাশের হার ৭০.১৩ জিপিএ-৫ পেয়েছে ৭৮৭জন।
চট্টগ্রামবোর্ডের শতকরাপাশের হার ৬৪.৬০ জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন।
সিলেটবোর্ডের শতকরাপাশের হার ৬৮.৫৯ জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন।
রাজশাহীবোর্ডের শতকরাপাশের হার ৭৫.৪০ জিপিএ-৫ পেয়েছে ৬হাজার ৭৩ জন।
দিনাজপুরবোর্ডের শতকরাপাশের হার ৭০.৬৪ জিপিএ-৫ পেয়েছে ৩হাজার ৮৯৯ জন।
যশোরবোর্ডের শতকরাপাশের হার ৭০.৬৪ জিপিএ-৫ পেয়েছে ৪হাজার ৫৮৬ জন।
কারিগরিবোর্ডের শতকরাপাশের হার ৮৪.৫৭ জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৮৭ জন।
মাদ্রাসাবোর্ডের শতকরাপাশের হার ৮৮.১৯ জিপিএ-৫ ২ হাজার ৪১৪জন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ এএম, ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
এজি/ডিএইচ

Leave a Reply