চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবীতে এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাচনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।
শুক্রবার বিকেলে গৃদকালিন্দিয়া কলেজ মাঠে স্বপ্নচুড়া সমাজ কল্যান সংস্থার ব্যানারে সর্বসাধারনের অংশগ্রহনে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একইস্থানে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার পরিচালক কাউছার খান সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে তার বক্তব্যে বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধ করার দাবি জানায়।
এ সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, উপজেলা যুবদলের নেতা মোঃ সোহেল হোসেন খান, জামায়াতে ইসলামী নেতা আবু হানিফসহ স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান,৩০ নভেম্বর ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur