Home / উপজেলা সংবাদ / কচুয়া / ইউপি চেয়ারম্যানের খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

ইউপি চেয়ারম্যানের খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম লালুর একটি বিরাট খড়ের গাদা শুক্রবার (১৮ জুন) রাত ১২টার দিকে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর ভাই মো. নুরুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু উল্লেখ করেন গত ২৮ মে ইউপি নির্বাচনী প্রতিহিংসার  রেশ ধরে একই এলাকার রফিকুল ইসলাম বকাউল ও তার পুত্র রেদওয়ানসহ ৩/৪জন এই নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর ভাই নুরুল ইসলাম জানান, ‘চলতি মৌসুমে ইরি ধান উৎপাদন পর আমাদের নতুন বাড়িতে মৎস প্রজেক্ট সংলগ্ন স্থানে  প্রায় চার একর জমির খড় ওই স্থানে গাদা দিয়ে রাখি। শুক্রবার রাতে নির্বাচনত্তোর প্রতি হিংসার জের ধরে প্রতিপক্ষের লোকজন খড়ের গাদা পুড়িয়ে ছাই করে দেয়।’

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]

Leave a Reply