Home / চাঁদপুর / আল-আমিন মডেলে জেডিসি পরীক্ষার্থীদের দোয়া

আল-আমিন মডেলে জেডিসি পরীক্ষার্থীদের দোয়া

চাঁদপুর আল- আমিন মডেল মাদ্রাসার ২০১৫ শিক্ষা বর্ষে বিভিন্ন শ্রেণিতে বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাদ্রসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ অ.ন.ম ফখরুল ইসলাম মাসুমের সভাপত্বি ও সিনিয়র শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রহিম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর মস্তান। ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আলহাজ্ব এম.আই মমিন খান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মজিবুর রহমান মস্তান, হাজীগঞ্জ কমার্স কলেজের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলম প্রধান, ওসমানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আ.জ.ম ইসমাঈল হোসেন আজাদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখের হিফজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ওসমানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি বি.এম. মোস্তফা কামাল।

।। আপডটে, বাংলাদশে সময় ১১: ৪৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৬,বৃহস্পতিবার
এইউ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply