Home / জাতীয় / রাজনীতি / আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছালো
ফরিদগঞ্জ আওয়ামী লীগ

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছালো

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আবারও পেছাল । নতুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ অক্টোবর। এর আগে  ১০ ও ১১ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল।

১১ জুন  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায় ।একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

চলতি জুন মাসে কমিটির বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা। গত ডিসেম্বরে একবার কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছিল।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের মতামত , সম্মেলনের তারিখ পরিবর্তনের পেছনে মূল কারণ হচ্ছে ঈদুল ফিতর ও বর্ষাকাল। এ সময় সম্মেলন হলে আকর্ষণ হারাবে বলে মনে করছেন দলের নেতারা। আর অক্টোবরে নতুন তারিখ ঠিক করার পেছনে দু’ টি বিষয় কাজ করেছে। প্রথমত, শোকের মাস আগস্টে আওয়ামী লীগ শোকের কর্মসূচির বাইরে কিছু করবে না। আর সেপ্টেম্বর মাসে ঈদুল আজহা এবং পূজাও রয়েছে। এ জন্য অক্টোবর মাসকে বেছে নেয়া হয়েছে।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিন মাস বাড়িয়ে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী বৈঠকে কাউন্সিলের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ ও ১১ জুলাই নির্ধারণ করা হয়েছিল।

 

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম,  ১৩ জুন  ২০১৬, সোমবার

ডিএইচ

 

Leave a Reply