Home / আন্তর্জাতিক / অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে ‘সুস্বাদু’ বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে 'সুস্বাদু' বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে ‘সুস্বাদু’ বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্ত্রীকে ‘ডেলিশয়াস’ (সুস্বাদু) বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ৷ ইতিমধ্যে ম্যাখোঁর এই বক্তব্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এর ফলে তুমুল বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার সিডনিতে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময় দুই দেশের নেতার মধ্যে নিরাপত্তা এবং বাণিজ্য নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে টার্নবুল এবং তাঁর স্ত্রী লুসিকে ধন্যবাদ জানাতে গিয়ে ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাকে (টার্নবুল) ও আপনার ‘সুস্বাদু’ স্ত্রীকে ধন্যবাদ।’

ম্যাখোঁর ওই উক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কেউ-কেউ মজার ছলে নিচ্ছেন বিষয়টিকে৷ আবার কেউ বা একে ম্যাখোঁর স্ত্রীর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তির প্যারোডি বলে মনে করছেন৷

অস্ট্রেলিয়া সফর আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর স্ত্রীর উদ্দেশে ম্যাখোঁ ‘সুস্বাদু’ শব্দ বলামাত্রই নিমেষে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে৷ আর এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অতি দ্রুত।

Leave a Reply