Home / চাঁদপুর / জেলার সব সরকারি প্রাথমিক স্কুলে অর্ধ-বার্ষিকী পরীক্ষা শুরু ৮মে-শেষ ১৯ মে
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
ফাইল ছবি

জেলার সব সরকারি প্রাথমিক স্কুলে অর্ধ-বার্ষিকী পরীক্ষা শুরু ৮মে-শেষ ১৯ মে

চাঁদপুর জেলার সকল উপজেলার সব সরকারি প্রাথমিক স্কুলে অর্ধ-বার্ষিকী পরীক্ষা শুরু। এ পরীক্ষা ৮ মে শুরু হয়েছে- শেষ হবে ১৯ মে । ১ম শ্রেণি থেকে ৫ ম শ্রেণি পর্যন্ত অর্ধ-বার্ষিকী এ পরীক্ষা শুরো হলো। জেলার অন্যান্য উপজেলাও এক ও অভিন্ন নিয়ম-কানুনে এ পরীক্ষা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ জানা গেছে। এতে প্রায় ২ লাখ ২০ হাজার শিক্ষার্থী এ অর্ধ-বার্ষিকীতে অংশ গ্রহণ করছে।

নাছির কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাসুদুর রহমান জানান,প্রতিদিন দু’বেলা করে পরীক্ষা নেযা হচ্ছে- সেকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

চাঁদপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোছাদ্দেক হোসেন জানান,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবত কোনো নেয়া যাবে না । প্রশ্নপত্র তৈরি,কাগজ ও অন্যান্য খরচ স্লিপ ফান্ড থেকে সমন্বয় করার নির্দেশ রয়েছে। উপজেলার ক্লাস্টার অনুয়ায়ী বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা প্রশ্নপত্র তৈরি করা হয়। প্রশ্ন মোডারেশনও নির্দিষ্ট কমিটির শিক্ষকগণ করে থাকে। অপর এক প্রশ্নে তিনি জানান,এবার কেবলমাত্র সরকারি প্রাথমিক স্কুলে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আবদুল গনি
১৩ মে ২০২৫
এজি