Home / বিশেষ সংবাদ / হামলাকারী তরুণের ছবি প্রকাশ করলো আইএস
হামলাকারী তরুণের ছবি প্রকাশ করলো আইএস

হামলাকারী তরুণের ছবি প্রকাশ করলো আইএস

অস্ত্রধারী ৫ জন কালো পোশাকধারী হাস্যোজ্জ্বল তরুণের ছবি প্রকাশ করে, এরাই গুলশানে বর্বরোচিত হামলায় অংশ নিয়েছিলো বলে জানিয়েছে জঙ্গিদের সংবাদ সরবরাহকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স গ্রুপ।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও এই ৫ কথিত হামলাকারীর ছবি দেয়া একটি পোস্ট দিয়েছেন সাইট ইন্টিলিজেন্সের পরিচালক রিটা কাটজ।

এই পোস্টে বলা হয়,‘ বাংলাদেশের ঢাকায় হামলা চালানো ৫ হামলাকারীর ছবি প্রকাশ করেছে আইএসআইএস, ২২ ক্রুসেডার (ধর্মযুদ্ধে জেহাদীদের বিরুদ্ধে লড়াই করা ভিন্নধর্মী) এবং ২ পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে তারা’।

তবে এখন পর্যন্ত হামলায় আইএস’র জড়িত থাকা কিংবা প্রকাশিত এই কথিত হামলাকারীদের ছবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ।

গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে হামলাকারী ছয়জন শনিবার সকালে কমান্ডো অভিযানে নিহত হন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। আরও একজন ধরা পড়েন বলেও জানান তিনি।

শুক্রবার রাতে ওই ক্যাফেতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে বন্দুকধারীরা।

সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই খাবার দোকানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০টি লাশ পাওয়া যায়, যাদের বেশিরভাগকেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

নিহতদের অধিকাংশই বিদেশি নাগরিক। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে কয়েকজনের রক্তাক্ত ছবিও প্রকাশ করে বলা হয়, এরা গুলশানের ক্যাফেতে নিহত হয়েছেন।

Leave a Reply