Home / চাঁদপুর / চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমার যোগদান
Kaniz Fatema
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। (ফাইল ছবি)

চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমার যোগদান

চাঁদপুর সদরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার (৮ জুন) যোগদান করেছেন কানিজ ফাতেমা। সাবেক ইউএনও উদয়ন দেওয়ানের পদোন্নতিজনিত বদলীর পর তিনি এ নিয়োগ পান।

তিনি সর্বশেষ চাঁদপুর জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) ছিলেন।

এর আগে ২৯ তম বিসিএসের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৫ সালে ৬ জুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন।

কানিজ ফাতেমার জন্মস্থান নওগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

কন্যা সন্তানের জননী এ কর্মকর্তার স্বামী আবুল কালাম আজাদ চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাব রেজিস্টার।

নতুন দায়িত্ব পেয়ে এক পতিক্রিয়ায় ইউএনও কানিজ ফাতেমা চাঁদপুর টাইমসকে জানান, ‘নতুন এ পদে যোগদান করে আমি খুশি। প্রথমত আমার পরিচিত জেলাতে যোগদান। দীর্ঘদিন এ জেলার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম এখন আবার সুযোগ হলো কাজ করার।’

তিনি আরো জানান, ‘আমার লক্ষ্য থাকবে সরকার আদেশ-নিষেধগুলো যথাযথভাবে পালন করা। বিশেষ করে চাঁদপুর সদরকে ডিজিটাল উপজেলা গঠন করতে আমার ভূমিকা থাকবে।’

এছাড়া সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে তা হলো ভিক্ষুক ও দারিদ্রমুক্তকরণ। এ কর্মসূচিতে তাঁর ব্যাপক ভূমিকা থাকবে ও প্রশসানের সকল কার্যক্রমে চাঁদপুরবাসীর সহযোগিতা চেয়ছেন।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন

: আপডেট, বাংলাদেশ সম ০৫: ০০ পিএম, ৮ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply