Home / জাতীয় / রাজনীতি / মন্ত্রীরা সাংবাদিকদের কাছে মিথ্যা কথা বলেন : বনমন্ত্রী
মন্ত্রীরা সাংবাদিকদের কাছে মিথ্যা কথা বলেন : বনমন্ত্রী

মন্ত্রীরা সাংবাদিকদের কাছে মিথ্যা কথা বলেন : বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘মন্ত্রী-মিনিস্টাররা হচ্ছেন সাংবাদিকদের কাছে মিছা কথা বলার জন্য।’

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে বুধবার (৩১ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন,

সংবাদ সম্মেলনে সরবরাহ করা লিখিত বক্তব্য দেখছিলেন একজন সাংবাদিক। এসময় মন্ত্রী বলেন, ওই কাগজ পড় কেন? আমার কথা শোন। ওইটা তো মিছা কথা সব।

এ কথা বলেই হেসে ফেলেন মন্ত্রী, হেসে ওঠেন অন্যরাও।

এরপর তিনি বলেন, মন্ত্রী-মিনিস্টাররা হচ্ছে তোমাদের (সাংবাদিক) কাছে মিছা কথা বলার জন্য। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশই চালায় আমলারা। যত মেধাবী লোক আসবে, যত জ্ঞানী লোক আসবে, যত গুণী লোক আসবে এবং তাদের চাকরির নিশ্চয়তা ও মান-সম্মান দেওয়া হবে, সেই দেশ তত বেশি উন্নত হবে।

সম্প্রতি সুন্দরবনে আগুন লাগার খবর নিয়ে সমালোচনা করেন বনমন্ত্রী।

তিনি বলেন, সুন্দরবনের ঘাসে আগুন লাগছে। আমরা কী লিখেছি- সুন্দরবনের গাছে আগুন লেগেছে।

তবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গর্বিত অনুভব করে মন্ত্রী বলেন, আই অ্যাম প্রাউড।

দায়িত্ব পালনকালে কী অর্জন হয়েছে, না হয়েছে তার চেয়ে মন্ত্রণালয়ের ইমেজ বৃদ্ধিকেই গুরুত্ব দেন পরিবেশ মন্ত্রী।

পৃথিবীর কোনো দেশে সরকার নয়, বিভাগগুলো পরিবেশ দিবস পালন করে জানিয়ে মন্ত্রী বলেন, কেন আমাদের দেশের সরকার প্রধান করেন? এটার উপর জোর দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পরিবেশ দিবসের কর্মসূচি তুলে ধরেন। আগামী ৫ জুন পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও পালন হবে দিবসটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পরিবেশ ও বৃক্ষমেলারও উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখার জন্য ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’, ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ এবং সামাজিক বনায়নে সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করবেন বলে জানানো হয়।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘কানেটিং পিপল টু ন্যাচার’। যার ভাবানুবাদ হলো, ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে।’ (বাংলানিউজ)

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ৩১ মে ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply