Home / চাঁদপুর / ‘শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্যে বিশ্বের কাছে আজ প্রশংসিত’
‘শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্যে বিশ্বের কাছে আজ প্রশংসিত’

‘শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্যে বিশ্বের কাছে আজ প্রশংসিত’

চাঁদপুর-হাইমচর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী মৎসজীবী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.রেদওয়ান খান বলেছেন,‘সকল ধর্মেই জীব হত্যা মহাপাপ। যে ধর্মকে বিশ্বাস করে সে কখন মানুষ হত্যা করতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য ঝুঁকি নিয়েছেন বলেই সারা বিশ্বের কাছে তিনি প্রশংসিত হয়েছেন।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালিবাড়ি মোড় টাউন হল ভবনের ৩য় তলায় সিটি নিয়নের কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে ভাসছে। স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রিরা জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়ন বিগত দিনেও মেনে নেন নি। আগামীতেও ষড়যন্ত্রকারীরা মেনে নিবেন না। তাই সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।’

এসময় হাইমচর উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মো.মাসুদুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক মো. মুসলিম মিজি, প্রচার সম্পাদক কাজী সুমন আহমেদ, আলগী আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মো.জাকির হোসেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী মৎস্য যুবলীগের সভাপতি মো.হিজরত খান, সাধারণ সম্পাদক ফয়সাল পাটওয়ারী বাবু, আওয়ামী মৎসজীবী লীগ নেতা আরিফুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমূখ।

প্রতিবেদক : মাজহারুর ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৫:১৫ পিএম, ২২ আগস্ট ২০১৭,শুক্রবার
এজি

Leave a Reply