Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘অতিরিক্ত বইয়ের চাপ শিশুদের মেধা বিকাশে সহায়ক নয়’
শিশুদের মেধা বিকাশে সহায়ক

‘অতিরিক্ত বইয়ের চাপ শিশুদের মেধা বিকাশে সহায়ক নয়’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম বলেছেন, প্রাথমিকস্তরের শিক্ষা বিস্তারে প্রাথমিক বিদ্যালয়ে পাশাপাশি কিন্ডার গার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে যারাই কিন্ডার গার্টেন পরিচালনা করছে তাদেরকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের উপর যেনো বইয়ের অতিরিক্ত বোজা চাপিয়ে দেওয়া না হয়। অতিরিক্ত বইয়ের চাপ শিশুদের মেধা বিকাশে সহায়ক নয়।

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কিন্ডর গার্টেন এসোসিয়েশনের-২০১৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র স্বরণিকা সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ মকবুল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রহিত-উল ইসলাম (প্রিন্স)’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহাম্মদ, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরন্নবী নোমান, সাংবাদিক প্রবীর চক্রবর্তী, উপজেলা পরিসংখ্যান অফিসার কবি আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. খলিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা কাব স্কাউটের সাধারণ সম্পাদক হিতেশ চন্দ্র শর্মা, বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মো. রিয়াজ আহম্মেদ ফরিদী।

মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রথম থেকে ৪র্থ শ্রেণি প্রর্যন্ত ১’শ ৮০ জন শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ, স্বরণিকা প্রদান করা হয়।

আতাউর রহমান সোহাগ ফরিদগঞ্জ ।। আপডটে, বাংলাদশে সময় ৭ :৪১ পিএম, ২৮ নভেম্বর ২০১৬, সোমবার
এইউ

Leave a Reply