Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শাহতলী কামিল মাদরাসায় বিজয় দিবস পালিত
শাহতলী কামিল মাদরাসায় বিজয় দিবস পালিত

শাহতলী কামিল মাদরাসায় বিজয় দিবস পালিত

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে। ১৬ই ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা ৫ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবসের অনুষ্ঠাসের সূচনা হয়।

সকাল ৭ টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর পর সকাল সাড়ে ৮ টায় মাদরাসার হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মাওঃ মিজানুর রহমানের পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত আলোচনা সভায় আলোচনা করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ইংরেজি প্রভাষক মোহাম্মদুল্লাাহ, প্রভাষক মোঃ কামাল উদ্দিন, বাংলা প্রভাষক বেলায়েত হোসাইন, হাফেজ মাওলানা জহিরুল হক, শিক্ষক প্রতিনিধি মাও. আবদুল হালিম প্রমুখ।

শিক্ষার্থী দের পক্ষ থেকে আলোচনা রাখেন সাংবাদিক আবদুল্লাহ শাকুর, হাফেজ আবদুল বায়েছ ও হাফেজ মহিউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা রাখেন।

এছাড়াও উক্ত দিবস উপলক্ষে মাদরাসায় রচনা প্রতিযোগিতা ও মাদরাসা মাঠে সকাল ১১:০০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে বোলিবল টুর্ণামেন্টের আয়োজন করাহয়।

টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক মোহাম্মদ উল্লা, শিক্ষক প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান, শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ শরীফ খান, ও সাংবাদিক আবদুল্লাহ শাকুর প্রমুখ।

পরে মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।

চাঁদপুর সদ
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply