Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ‘যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত’
যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত

‘যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত’

চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ‘যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য প্রতি বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হচ্ছে। দেশকে শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে সরকার নানা যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছে। ২০২৫ সালের মধ্যে শতভাগ শিক্ষিত করার টার্গেট নিয়ে সরকার এগুচ্ছে।’

চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার(৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলার কৃতিসন্তান শিক্ষাবিদ মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ অঞ্চলে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। এ এলাকাকে আলোকিত করে গেছেন। নতুন প্রজন্ম আজ সে সুফল ভোগ করছে। এলাকার ছেলে-মেয়েরা সু-শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমি এ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সবধরনের সহযোগিতা করবো।

তিনি বলেন, আমরা অর্থনেতিকভাবে এগিয়ে যাচ্ছি। এর ফলে এ দেশ উন্নত সমৃদ্ধশালী দেশে পরিনত হবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষ এখন অনেক স্বাবলম্বী।
শুধুমাত্র পুথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। এ মাটিকে ভালোবাসতে হবে। এ দেশের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা সম্পর্কে ছেলে-মেয়েদের জানতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের প্রতিটি ছেলে-মেয়ে শিক্ষিত হউক। প্রতিটি ছেলে-মেয়ে যাতে শিক্ষিত হয়, বিদ্যালয়ে যায় তার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ জন্য বিনামুল্যে পাঠ্যবই, উপবৃত্তি চালু, মিড ডে মিল চালু, শিক্ষাউপকরণ বিতরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুন করা হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে ও জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার মামুনুর রহমান দোলন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম দুলু, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মাওলানা বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে বিদ্যালয় পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, ৪নং ইউপি মেম্বারের পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অন্যান্য অতিথিবৃন্দকে বেইচ, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং সভাপতিসহ শিক্ষক-ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মো. ইয়াসীন মিয়া, সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন ,জিলানী চিশতী কলেজ সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক মিসেস আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুল হাসান, প্রভাষক শামিমা আক্তার, প্রভাষক নুরুল বাতেন, প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো. মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড (শাহতলী ) ইউপি মেম্বার মো. সফিক কারী, মহিলা মেম্বার ফিরোজা বেগম, ৪নং (শাহতলী ) ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক কারী, স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নুরুজ্জামান মুন্সি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় যুবলীগের নেতা আবুল কাসেম কারী, ম্যানেজিং কমিটির মহিলা অভিভাবক সদস্য হালিমা বেগম, অভিভাবক সদস্য আয়েশা বেগম, অভিভাবক মো. দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষক মো. কবির চৌধুরী প্রমুখ।

করেসেপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৬:৩৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬, সোমবার
এইউ

Leave a Reply