Home / নারী / মীর কাসেমের ফাঁসি নিয়ে ফেসবুকে যা বললেন তসলিমা
মীর কাসেমের ফাঁসি নিয়ে ফেসবুকে যা বললেন তসলিমা

মীর কাসেমের ফাঁসি নিয়ে ফেসবুকে যা বললেন তসলিমা

নিবার রাতে মীর কাসেম আলীর রায় কার্যকরের পরপরই তিনি নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাঠকদের জন্য তসলিম নাসরিনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘কারও ফাঁসির খবর শুনে আমি উল্লাস করি না। আমি উল্লাস করি যখন ধর্ম আর রাষ্ট্রকে পৃথক করা হয়, যখন ধর্মীয় রাজনীতিকে বর্জন করা হয়, যখন ধর্মীয় আইনের বদলে সভ্য আইন বহাল করা হয়, যখন গণতন্ত্রের সত্যিকার চর্চা হয়, যখন নারীর সমানাধিকার নিশ্চিত করা হয়, যখন ধর্মীয় প্রতিষ্ঠানের বদলে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যখন মানবাধিকারকে মূল্য দেওয়া হয়, বাক-স্বাধীনতাকে শ্রদ্ধা করা হয়, যখন সন্ত্রাসবাদের কোনও অস্তিত্ব থাকে না, ধর্ষণ আর খুন বলে কিছু থাকে না, মানুষ গড়ে ওঠে মানবতাবাদী হয়ে, আমি উল্লাস করি যখন মানুষ মানুষকে ভালোবাসে।’

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply