Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণ প্রেসক্লাবের ইফতার মাহফিল
মতলব দক্ষিণ প্রেসক্লাবের ইফতার মাহফিল

মতলব দক্ষিণ প্রেসক্লাবের ইফতার মাহফিল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল বুধবার (২৯ জুন) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখে। সংবাদপত্র মানুষের বিবেককে জাগ্রত করে, রাষ্ট্রে ন্যার বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। সংবাদপত্র ও সাংবাদিকতা দূর্বল হয়ে পড়লে অনাচার কিংবা অনৈতিক কার্যকলাপ মাথা চাড়া দিয়ে উঠে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাড. শাহ আলম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময়ে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা অবিস্বরণীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে সমাজের কুসংস্কার দূর হয়।

ইফতার মাহফিলে উপজেলা প্রকৌশলী শাহ আলম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী জাকির, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, উত্তম ঘোষ, মতলব দক্ষিণ পল্লী বিদুৎ সমিতির পরিচালক মো.আরিফুল ইসলাম, মতলব সহকারী শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন সাগর, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মতলব বাজার শাখার অফিসার নজরুল ইসলাম, লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক খোরশেদ আলম, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, দৈনিক চাঁদপুর সংবাদের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক চাঁদপুর দিগন্তের মতলব প্রতিনিধি খোরশেদ আহমেদ, সাপ্তাহিক অপরাধ চক্রের চাঁদপুর প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক মতলবের আলোর প্রতিনিধি আব্দুল মান্নান খান, দৈনিক আজকের দেশবার্তার প্রতিনিধি পলাশ রায়, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি মোদাচ্ছের হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মতলব বাজার শাহী মসজিদের পেশ ইমাম মাও. কবির আহমেদ।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ২৯ জুন ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply