Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে মৎসচাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময়
মতলব দক্ষিণে মৎসচাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময়

মতলব দক্ষিণে মৎসচাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময়

বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী মৎসচাষীদের সাথে বুধবার (১৯ এপ্রিল) অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল হক আকন্দের সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার ফারহানা আক্তার রুমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল।

এছাড়া কুমিল্লা জেলার তিতাস উপজেলার সফল মৎস্যচাষী সিরাজুল ইসলাম, দাউদকান্দি উপজেলার হাজী মো. আলী হোসেন মিয়াজী বক্তব্য রাখেন। সভা শেষে মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামের সফল মৎস্যচাষী মো.হেলাল উদ্দিন ও চরমুকুন্দি গ্রামের শাহ আলম বাদলকে ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে সকালে কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলার সফল মৎস্যচাষীদের ৩০ সদস্য বিশিষ্ট একটি দল মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী মৎস্যচাষীদের সাথে মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

এ সময় তিতাস উপজেলার মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, মেঘনা উপজেলার মৎস্য কর্মকর্তা সুদিপ ভট্টাচার্যসহ মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- পলাশ রায়
আপডেট, বাংলাদেশ সময় ৫: ০১ পিএম , ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply