Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / টিভির ‘রিমোট না পেয়ে’ মতলবে শিশুর আত্মহত্যার চেষ্টা
মতলবে টিভির ‘রিমোট না পেয়ে’ শিশুর আত্মহত্যার চেষ্টা

টিভির ‘রিমোট না পেয়ে’ মতলবে শিশুর আত্মহত্যার চেষ্টা

‘টিভি রিমোট না দেয়ায়’ মামার সাথে অভিমান করে মাহি আক্তার (১০) নামের এক ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহত শিশু মাহি আক্তার উপজেলার মোঃ হাসান মিয়ার মেয়ে।

শিশুটির নানা জানায়, ‘মাহি আক্তার মতলব দক্ষিণ মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়া শুনা করে। মঙ্গলবার সকালে সে ঘরে টিভি দেখার সময় তার মামা তার কাছ থেকে রিমোট নিয়ে লুকিয়ে রাখে। সে তার পছন্দমত চ্যানেল দেখার জন্য তার মামার কাছে বার বার রিমোট চাইলেও তার মামা তাকে রিমোট না দেয়ায় সে রাগে ক্ষোভে অভিমান করে দৌড়ে গিয়ে ঘরে থাকা বিষ জাতীয় কীটনাশক পান করে। এতে সে মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে লাগলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

পরে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৩ এএম পিএম, ১৯ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply