Home / চাঁদপুর / বেদে পল্লীতে ঈদ আনন্দে মেতেছে চাঁদপুর তরুণ ফ্রিল্যান্সাররা
বেদে পল্লীতে ঈদ আনন্দে মেতেছে চাঁদপুর তরুণ ফ্রিল্যান্সাররা

বেদে পল্লীতে ঈদ আনন্দে মেতেছে চাঁদপুর তরুণ ফ্রিল্যান্সাররা

আউটসোর্সিং ভিত্তিক সংগঠন ফ্রিল্যান্সার এসোসিয়েশন চাঁদপুরের সদস্যরা বৃহস্পতিবার (২২ জুন) বেদে পল্লীতে ঈদ আনন্দে মেতেছে।

নিজেদের ঈদ আনন্দকে ভাগাভাগি করতে আইসিটি মন্ত্রণালয় এলইডিপি চাঁদপুরের সহায়তায় সংগঠনটি বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে ঈদ সামগ্রী ও শিশুদের মাঝে চকলেট বিতরণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের ইউএনও কানিজ ফাতেমা, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ অলি। চাঁদপুর জেলা প্রশাসনের আইসটি বিভাগেরর সহকারী পোগ্রামার (এপি) মোহাম্মদ হারুনুর রশিদ।

সংগঠনের সভাপতি জাহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, ‘চাঁদপুর ফ্রিল্যান্সাররা কোনো প্রকার স্পন্সর ছাড়াই আউটসোর্সিং ভিত্তিক নিজেদের আয় দিয়ে আজকে ঈদ সামগ্রী দেয়ার ব্যবস্থা করেছে যা অনেক প্রশংসার দাবিদার।

 

ঈদ সামগ্রীর প্যাকেটকে লক্ষ্য করে বেদে পল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ প্যাকেটে কম-বেশি কি আছে সেটি বড় করে দেখবেন না, বুঝতে হবে এ প্যাকেটে তরুণদের ভালোবাসা আছে। আমাদের বিশ্বাস এ তরুণরা আগামিতে আরো বড় আয়োজন করতে পারবে। আমরা জেনেছি ঘূর্ণিঝড় মোরা’র সময় এসব তরুণরা লঞ্চযাত্রীদের সেহরির ব্যবস্থা করেছে। তারা আগামিতে আরো ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ অলি বলেন, ‘তরুণরা সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার। আর্তমানবতার সেবা যারা নিজেদের নিয়োজিত করে তারা আত্মতৃপ্তি পায়। আজকে চাঁদপুরের ফ্রিলান্স্যাররা বেদে পল্লীতে ঈদ সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার।

 

যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আল-আমিন ও বিভিয়ান ঘোষের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি লায়ন মাহমুদ হাসান খান, সংগঠনের সহ-সভাপতি ও চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শুভ।

 

http://imgur.com/mZdIT3Y

এসময় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক অলি আহাদ, ফ্রিল্যান্সার এসোসিয়েশন চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান, অর্থ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন নকিব, মো. আব্দুল কাদের, মো. জাকির হোসাইন নিশান, দপ্তর ও তথ্য বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পদক সাইফল ইসলাম শিমুল, প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ নাছিম ম জুমদার মোঃ মশিউর রহমান, ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সানজিদা নাসরিন রুপাই, আসমা আক্তার, সোনিয়া খান।

সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে আনিকা তাহসিন মিম, জেরিন নুসরাত, তানিয়া আক্তের আখি, ফাহমিদা সাবনাম, বিপাসা বর্মন, মারিয়া নুর, শফিকুল ইসলাম, আফরিন মিলি, সাদিয়া নাসরিন, সোহেল গাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলইডিপির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ এএম, ২২ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply