Home / শিল্প-সাহিত্য / প্রজাপতি : আশিক বিন রহিম
প্রজাপতি : আশিক বিন রহিম

প্রজাপতি : আশিক বিন রহিম

উৎসর্গ: সোহাগি জাহান তনুকে

প্রজাপতি
সবে উড়তে শিখেছিলো;
মায়ের কোল -ঘর ছেড়ে
ডানা মেলে ভাসে- হাসে,
ঘাসে পা রাখে, ফুল ছোঁয়
কথা কয়, পাতার সাথে-চাঁদরাতে।

প্রজাপতি
চেয়েছিলো ফুল হতে;
নদী হয়ে বয়ে যেতে,
ধুয়ে দিতে পিতার চোখ,
নোনা জল, পিঠের ঘাম
মায়ের মুখে এঁকে দিতে হাসি।

প্রজাপতি
চেয়েছিলো দ্বীপ হতে
দেশময় আলো দিতে;
থ্রিয়েটারে হেঁটেছিলে
সুর হয়ে বেজে ছিলে
সখা ছিলো, সখি ছিলো
পায়ের সাথে পা ছিলো
হাতের কারো হাত ছিলো।

প্রজাপতি
ওরাও কি নর ছিলো?
না কি শুধু রং ছিলো।
কুকুরের মুখ ছিলো
নখ ছিলো-দাত ছিলো
ওৎ পেতে বসেছিলো
নগ্নতা ঢেলেছিলো ।

প্রজাপতি
সে রাতে কেঁদেছিলো;
হিংস্রতা মেতেছিলো
চাঁদ তারা সবছিলো
গাছ-পাতা জেগেছিলো
তবুও সভ্যতা হেরেছিলো।

প্রজাপতি
ক্ষমা করো-
পুরুষ আমি- মানুষ আমি
আমাকেও ঘৃণা করো

]আশিক বিন রহিম[/author]

 

||আপডেট: ০৯:১৪  অপরাহ্ন, ০২ এপ্রিল ২০১৬, শনিবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply