Home / চাঁদপুর / চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত যাঁরা
Osman ghoni patwary

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত যাঁরা

দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন বুধবার (২৮ ডিসেম্বর) একযোগের দেশের ৬১ জেলায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী মোবাইল প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আমাদের উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও জেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া খবরে জানা যায়, মোবাইল প্র তীকে ওচমান গণি পাটওয়ারী পেয়েছেন ৭৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী নুরুল আমিন রুহুল পেয়েছেন ৪১৪ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ৩৫৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবগুলো কেন্দ্র থেকে পাওয়া তথ্যানুযায়ী প্রায় শতভাগ ভোট গ্রহণ হয়েছে।

ওয়ার্ডভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট, বিজয়ী মেম্বার ও সংরক্ষিত নারী আসনের বিজয়ী মেম্বারদের প্রাপ্ত ভোট হিসেবে দেখা যায়-

ওয়ার্ড নং ০১, মতলব উত্তরে উপজেলা পরিষদ কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছে ৮৩, ঘোড়া প্রতীক পেয়েছে ৮, আনারস ০, মোটর সাইকেল ০ ভোট, একজন ভোটার বিদেশে থাকায় তিনি ভোট দিতে পারেননি। এ কেন্দ্রে মোট ভোটার ৯২। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জাহাঙ্গীর আলম হাওলাদার।

ওয়ার্ড নং ০২, মতলব উত্তর লধুয়া উ্রচ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছে ৫৮ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৩১, আনারস ০, মোটর সাইকেল ০ ভোট। এ ওয়ার্ডে মেম্বার পদে মিনহাজ উদ্দিন খান হাতী প্রতীকে ৩৫ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোক্তার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৮৯।

ওয়ার্ড নং ০৩, মতলব দক্ষিণ পরিষদ সভাকক্ষ কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছে ৫৫ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ৩৬, আনারস ০, মোটর সাইকেল ০ ভোট। এ ওয়ার্ডে মেম্বার বিজয়ী হয়েছে হাতি প্রতীকে আল-আমিন। এ কেন্দ্রে মোট ভোটার ৯৩।

১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আহমেদের সহধর্মীণী ইয়াসমিন বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী।

ওয়ার্ড নং ০৪, চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছে ৫৪, ঘোড়া প্রতীক পেয়েছে ২৬, আনারস প্রতীকে ১০, মোটর সাইকেল ০ ভোট। এ ওয়ার্ডে মেম্বার পদে নুরুল ইসলাম অটোরিক্স প্রতীকে ৪২ ভোট পেয়ে বিজয়ী পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান পাটওয়ারী টিউবওয়েল প্রতীকে ২২ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৯১।

ওয়ার্ড নং ০৫, চাঁদপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রে মোবাইল প্রতীকে ৫৮, ঘোড়া প্রতীকে ২৬, আনারস প্রতীকে ৫, মোটর সাইকেল ০ ভোট পেয়েছে। এ ওয়ার্ডে মেম্বার পদে মকবুল মিজি চাপকল প্রতীকে বিজয়ী। এ কেন্দ্রে মোট ভোটার ৮৯।

ওয়ার্ড নং ০৬ হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষ, শতভাগ ভোটগ্রহণে এক কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছে ৫৯, ঘোড়া প্রতীক পেয়েছে ২৮, আনারস পেয়েছে ৫, মোটর সাইকেল ০ ভোট। এ ওয়ার্ডে মেম্বার পদে এসএম আল মামুন টিউবওয়েল প্রতীকে বিজয়ী হয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৯২।

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম লুৎফুর রহমান পাটোয়ারীর সহধর্মীণী খোদেজা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী।

ওয়ার্ড নং ০৭ ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বহুমূখী উ্রচ বিদ্যালয় কেন্দ্রের মোবাইল প্রতীক পেয়ছে ৩৯, ঘোড়া প্রতীক ৩৬, আনারস পেয়েছে ৩, মোটর সাইকেল ০ ভোট। মেম্বার পদে মশিউর রহমান মিয়া (বৈদ্যুতিক পাখা) ৩৮ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম মাহববুর রহমান টিুটু মুন্সী পেয়েছেন ৩৬ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৭৯।

ওয়ার্ড নং ০৮- ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছে ৩৪, ঘোড়া প্রতীকে ২৫, আনারস পেয়েছে ৬, মোটর সাইকেল প্রতীক পেয়েছে ০ ভোট, মেম্বার পদে সাইফুল ইসলাম রিপন তালা প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম তোফাজ্জল হোসেন ব্রাচু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৭৭।

ওয়ার্ড নং ০৯- ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া জনতা উ্রচ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল প্রতীক ৪২, ঘোড়া প্রতীক ২০, আনারস ০৬, মোটর সাইকেল পেয়েছে ০ ভোট। এ ওয়ার্ডে মেম্বার পদে রফিকুল আহমেদ তালুকদার ঘুড়ি প্রতীকে বিজয়ী হয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৭৯।

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে জোবেদা মজুমদার খুশি দোয়াত কলম ১০৯ ভোট পেয়ে বিজয়ী , নিকটতম প্রতিদ্বন্দ্বী রেবেকা সুলতানা স্মৃতি পেয়েছেন ১০০ ভোট ।

ওয়ার্ড নং ১০- ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলা বাকিলা উ্রচ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল প্রতীক পেয়েছেন ২৯, ঘোড়া প্রতীক ৩৬, আনারস ০১, মোটর সাইকেল প্রতীক পেয়েছে ০ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৬৬। বিল্লাল হোসেন ১৯, টিউবওয়েল বিজয়ী, অটোরিক্সা আলী আরশাদ দুলাল ১৪ ভোট পেয়ে

ওয়ার্ড নং ১১- হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ পিটিআই কেন্দ্রে মোবাইল প্রতীক ৩৩, ঘোড়া প্রতীক ৪৫, আনারস প্রতীক ৪, মোটর সাইকেল পেয়েছে ০২ ভোট। এ ওয়ার্ডে মেম্বার পদে তালা প্রতীকে জসিম উদ্দিন ৪৬ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিক্সা প্রতীকে গোলাম ফারুক মুরাদ পেয়েছে ৩০ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৮৪।

ওয়ার্ড নং ১২- শাহরাস্তি উপজেলার পরিষদ সভাকক্ষ কেন্দ্রে শতভাগ ভোট গ্রহণ হয়েছে, মোবাইল প্রতীক পেয়েছে ৬০ ভোট, ঘোড়া প্রতীক ২২, আনারস ১, মোটর সাইকেল ০, বাতিল ১, এ ওয়ার্ডে মেম্বার পদে হুমায়ুন কবির মজুমদার বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৬ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২১ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৮৪।

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে জান্নাতুল ফেরদৌসি ফুটবল প্রতীকে ৭৯ ভোট বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার দোয়াত কলম প্রতীক।

ওয়ার্ড নং ১৩- শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উ্রচ বিদ্যালয় কেন্দ্রে শতভাগ ভোট গ্রহণ হয়েছে, এ ওয়ার্ডে মোবাইল প্রতীক ৫৬, ঘোড়া প্রতীক ১৬, আনারস ১, মোটর সাইকেল ০ ভোট পেয়েছে। মেম্বার পদে তুহিন (উটপাখী) বিজয়ী। এ কেন্দ্রে মোট ভোটার ৭৩।

ওয়ার্ড নং ১৪- কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে মোবাইল প্রতীক ৫৮, ঘোড়া প্রতীক ৩৪ আনারস প্রতীক ০, মোটর সাইকেল ০ ভোট পেয়েছে। এ ওয়ার্ডে মেম্বার পদে মো. জোবায়ের হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান তালা প্রতীকে ৩২ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৯২।

ওয়ার্ড নং ১৫-কচুয়া উপজেলা পরিষদ সভাকক্ষ কেন্দ্রে মোবাইল প্রতীক ৫২, ঘোড়া প্রতীক ২৫, আনারস ১, মোটর সাইকেল ০ ভোট পেয়েছে। এ ওয়ার্ডে মেম্বার পদে মো. সালাউদ্দিন ভূইয়া তালা প্রতীকে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকতটম তৌহিদুল ইসলাম খোকা হাতি প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৮০।

১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে রওনক আরা রতœা টেলিফোন প্রতীকে ১১৪ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিমা নাসরিন ঝর্ণা হরিণ প্রতীকে ৫৯ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ওয়ার্ডভিত্তিক ১৫ জন মেম্বার ও সংরক্ষিত নারী আসনের ৫ জন মেম্বার মিলে এ নির্বাচনে জেলা পরিষদের ২১ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

চাঁদপুর জেলার ৭ পৌরসভা ও ৮৯টি ইউনিয়নকে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে বিভাজন করা হয়েছে।

এ ১৫টি ওয়ার্ডকে আবার পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। এ ১৫টি ওয়ার্ডের ভোটার হ্েরছ ১২৬০ জন।

পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার ছিলেন।

প্রতিবেদক-দেলোয়ার হোসাইন ।। আপডটে,বাংলাদশে সময় ৭ : ১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
ডিএইচ/ইব্রাহীম জুয়েল

Leave a Reply