Home / আন্তর্জাতিক / ‘তাজমহল ভারতের কলঙ্ক’ মন্তব্যে তোলপাড়
Taj Mahal
সংগৃহীত ছবি

‘তাজমহল ভারতের কলঙ্ক’ মন্তব্যে তোলপাড়

ফের মাথাচাড়া দিয়ে উঠল তাজমহল বিতর্ক৷ এবার বিশ্বের সপ্তম আশ্চর্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক সংগীত সোম৷

রোববার (১৫ অক্টোর) মীরাটের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলে অভিহিত করেছেন৷ তাঁর কথায়, বিশ্বাসঘাতকের হাতে তৈরি হয়েছে দেশের এই ঐতিহ্যশালী স্মৃতিসৌধ৷

উত্তরপ্রদেশের সরধনা এলাকার বিধায়ক সংগীত সোম৷ বিতর্কিত মন্তব্য করার জন্য বেশ নাম রয়েছে তাঁর৷ মুজফ্ফরনগরের দাঙ্গার সময় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ পরে অবশ্য ক্লিনচিট পেয়ে যান বিজেপি বিধায়ক৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢোকার অভিযোগ উঠেছিল তাঁর ভাই গগন সোমের বিরুদ্ধেও৷

এদিন প্রকাশ্য জনসভায় সংগীত বলেন, ‘তাজমহল এমন একজন মানুষ তৈরি করেছে যে নিজের বাবাকে পর্যন্ত গারদে পুরেছিল৷ বিশ্বাসঘাতক মানুষের তৈরি এই স্মৃতিসৌধ ভারতীয় ঐতিহ্যের কলঙ্ক’৷’ রাজ্যের মহম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়কে ‘সন্ত্রাসের আঁতুরঘর’ বলে অভিহিত করেন সংগীত৷ সংগীতের এই মন্তব্যে অবশ্য সায় দেয়নি রাজ্য বিজেপি৷ বিজেপির মুখপাত্র অনিলা সিং জানিয়েছেন, সংগীত যা বলেছেন সম্পূর্ণ নিজের দায়িত্বে বলেছেন৷ তাঁর মন্তব্যের সঙ্গে বিজোপির কোনও সম্পর্ক নেই৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই যোগী সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরের পক্ষ থেকে একটি বুকলেট প্রকাশ করা হয়। যাতে রাজ্যের সমস্ত দর্শনীয় স্থান তুলে ধরা হয়। কিন্তু দেখা যায়, দর্শনীয় এই স্থানের তালিকায় ঠাঁই পায়নি বিশ্ব মানচিত্রে ভারতের অন্যতম ঐতিহ্য তাজমহল।

শোনা গিয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনে করেন তাজমহল ভারতীয় ঐতিহ্যের প্রতীক নয়। তাই তাঁর জমানায় উত্তরপ্রদেশের দ্রষ্টব্য স্থানের তালিকা থেকেও বাদ পড়ে এই স্মৃতিসৌধ। সেই বিতর্কই নতুন করে উসকে দিল সংগীতের মন্তব্য। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এমন মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply