Home / চাঁদপুর / ‘জঙ্গিবাদ-মাদক ব্যবসায়ীদের মুলোৎপাটন করা হবে’
Osman ghoni patwary

‘জঙ্গিবাদ-মাদক ব্যবসায়ীদের মুলোৎপাটন করা হবে’

চাঁদপুর জেলার শহর ও গ্রামাঞ্চল থেকে জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ী ও সেবীদের মুলোৎপাটন করা হবে বলে ঘোষণা দিয়েছেন চাঁদপুরের নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।

তিনি বলেন, এর সাথে জড়িত কাউকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি মাদানিয়া আলিম মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রতিটি ক্ষেত্র সরকার গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের প্রতিটি মানুষকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। কোনো শিক্ষার্থী যেন ভুল করে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। মাদকের কু-ফল সম্পর্কেও সকলকে অবহিত করাবেন।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুকবুল আহমেদ।

সিনিয়র করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
এজি/ডিএইচ

Leave a Reply