Home / চাঁদপুর / চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-০৫) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৭ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজী আবদুল খালেক মাল (চেয়ার প্রতিক) ১৮৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. শবেবরাত সরকার (মাছ প্রতিক) ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রোববার (২ জুলাই) সকাল থেকে সমিতির ভোটররা স্বতস্ফুতভাবে গোপন ব্যলটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে।

নির্বাচনে ১২ পদে প্রতিদ্বন্দ্বীতা করা সর্বমোট ২২ জন প্রার্থীর প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে হাজী আবদুল খালেক মাল (চেয়ার) ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া (আনারস) পেয়েছেন ৮৪ ভোট।

সহ-সভাপতি পদে রোটা. আবদুল বারী মানিক জমাদার (দোয়াত কলম) ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাজী আবদুর রব চোকদার (গোলাপ ফুল) পেয়েছেন ৭৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে হাজী মো. শবেবরাত সরকার (মাছ প্রতিক) ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অন্য ২ প্রার্থী হাজী মো. আনোয়ার হোসেন গাজী (আম) ১২০ ভোট এবং মো. ইদ্রিছ আলী গাজী (গরুর গাড়ি) ২২ ভোট।

সহ-সম্পাদক পদে মো. ইউসুফ বন্দুকশী (মোমবাতি) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. শাহজাহান বেপারী (খেঁজুর গাছ) পেয়েছেন ১১০ ভোট।

কোষাধ্যক্ষ পদে মো. মাইনুদ্দীন বেপারী (দেয়াল ঘড়ি) ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাদশা মাল (মই) পেয়েছেন ১২৭ ভোট।

সদস্য পদে ৭ জনের অনুকূলে প্রার্থী ১০ জন নির্বাচন করেছেন। এদের মধ্যে নির্বাচিতরা হলেন, আবদুল খালেক বেপারী (হাঁস)১৮৫ ভোট, চন্দন কুমার দাস (টেলিভিশন) ১৩২ ভোট, রুহুল আমিন গাজী (চাকা) ১২৯ ভোট, মাসুম মিয়া (কলস) ১৪৯ ভোট, মো. সুমন খান (পদ্ম ফুল) ১২৩ ভোট, জাহাঙ্গীর জমাদার (কুঁড়ে ঘর) ১২১ ভোট, ওমর ফারুক (টিউবওয়েল) ১৯২ ভোট, হাজী মো. জমির খান (উড়োজাহাজ) ১৩১ ভোট। অপরদিকে সদস্য পদে ৩ পরাজিত প্রার্থী পেয়েছেন যথাক্রমে দাদন মিয়া বেপারী (মোরগ) ১২২ ভোট, সিরাজুল ইসলাম বেপারী (বই) ৯২ ভোট, মো. সালাউদ্দিন খান (হরিণ) ৪১ ভোট।

এদিকে জেলার মৎস ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনটির নির্বাচনকে ঘিরে গত একমাস ধরে চাঁদপুর মাছঘাটসহ পুরো শহর প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠে।

নদী, মাছ ও জেলে সম্পৃক্ত থাকায় মাছঘাট ছাপিয়ে এ নির্বানের উক্তাপ চাঁদপুরের মেঘনা নদীর তীরবর্তী ইউনিয়ন, গ্রাম এবং মৎস্য আড়তগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট,বাংলাদেশ সময় ১০ : ৫৪ পিএম, ২ জুলাই ২০১৭,রোববার
এইউ

Leave a Reply