Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর কচুয়ায় ব্রীজ নির্মাণের আশ্বাস
চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর কচুয়ায় ব্রীজ নির্মাণের আশ্বাস

চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর কচুয়ায় ব্রীজ নির্মাণের আশ্বাস

চাঁদপুর কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের খলাগাঁও-বিতারা খালের উপর সাঁকোতে একটি ব্রীজ নির্মাণের এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। চাঁদপুর টাইমসে বুধবার (২ নভেম্বর) ‘কচুয়ায় একটি ব্রীজ পাল্টে দিতে পারে ৫ গ্রামের চিত্র’ শিরোণামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নজরে আসে এবং বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ও উপজেলা প্রকৌশলী মো. হাবিব আহসান সাঁকোটি সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তিনি উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন- খলাগাঁও-বিতারা খালের উপর এবং বিতারা আলিম মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ পাশে একটি ছোট ব্রীজ (কালভার্ট) এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলের কথা চিন্তা করে অচিরেই এ স্থানে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

প্রসঙ্গত, সংবাদটি আরো ক’টি স্থানীয় দৈনিক ও জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী চাঁদপুর টাইমস প্রতিবেদককে পূর্বের সংবাদের প্রিন্ট কপি দেখান।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন-কচুয়ায় একটি ব্রীজ পাল্টে দিতে পারে ৫ গ্রামের চিত্র

চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর কচুয়ায় ব্রীজ নির্মাণের আশ্বাস

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply