Home / চাঁদপুর / চাঁদপুরে শূন্য ও এক ভোট পেলেন যাঁরা

চাঁদপুরে শূন্য ও এক ভোট পেলেন যাঁরা

বুধবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীই শূন্য ভোট পেয়েছেন। যাদের সকলের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান (মোটরসাইকেল) ১১ নং ওয়ার্ডে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ পিটিআই কেন্দ্রে দু’ভোট পেয়েছেন।

এছাড়াও অনেক প্রার্থী পেয়েছেন মাত্র এক ভোট।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শুন্য ভোট পেয়েছেন চেয়াম্যান সহ ৭ জন। এছাড়া মাত্র এক ভোট পেয়েছেন ৯ জন।

যে সকল প্রার্থীরা শুন্যভোট পেয়েছেন তারা হলেন, সাধারণ সদস্য (পরিচালক) পদে ১নং ওয়ার্ডের মো. আব্দুর রব প্রধানিয়া (ঘুড়ি), মো. রেজাউল করিম (তালা), ৩নং ওয়ার্ডের এমএ আজিজ বাবুল (টিউবওয়েল), ৯নং ওয়ার্ডে মো. বিপ্লব সরকার (টিউবওয়েল), ১৩ ওয়ার্ডের মো. মাহাবুবুর রহমান (অটোরিক্সা) ও ১৪ নং ওয়ার্ডেল চৌধুলী নূরে আলম (হাতি)।

যে সকল প্রার্থীরা মাত্র এক ভোট পেয়েছেন তারা হলেন, ৩নং ওয়ার্ডে মো. মুবিন সুজন (তালা), ৪নং ওয়ার্ডে আখতারুজ্জামান পাটওয়ারী (হাতি), ৫নং ওয়ার্ডে মো. শাহাআলম খান (ঘুড়ি), ৭নং ওয়ার্ডে এমরান হোসেন (হাতি) ও মো. সুলতান আহমেদ (টিউবওয়েল), ৮নং ওয়ার্ডে মো. নাছির উদ্দিন (অটোরিক্সা) , ৯নং ওয়ার্ডে মো. মানিক মিয়া (উটপাখি), ১১ নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবির (বৈদুৎতিক পাকা), ১৫ নং ওয়ার্ডে মো. দুলাল প্রধান (বৈদুৎতিক পাখা)।

প্রতবেদক- আশিক বিন রহিম ।। আপডটে,বাংলাদশে সময় ১১ : ৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
ডিএইচ

Leave a Reply